এই প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাসা 2018-06-22T23:30:06+06:00

এই প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাসা

প্রশ্ন: “আসুন দক্ষ ব্যবসায়ী হই” এটা কী ধরণের গ্রুপ?

উত্তর: “আসুন দক্ষ ব্যবসায়ী হই” কোয়ালিটি গ্রুপ ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ এবং তরুন উদ্যোক্তাদের পথ দেখিয়ে সাফল্যের দিকে নিয়ে যেতে। যেখানে আমরা সফল উদ্যোক্তা বানানো এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ করার আশা রাখছি। গত ৩ বছরে অনেক খোঁজাখুঁজি করেছি,বাংলাদেশে অনেক গ্রুপের মেম্বার হয়ে অনেক চেষ্টা করেছি।কিন্তু “আমি যদি বাংলাদেশে ব্যবসা করতে চাই তাহলে কি করতে হবে? ”সিম্পল জিনিস কিন্তু খুব জটিলভাবে করা হচ্ছে। এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় এখন অনলাইনে অনেক তথ্য দেয়া আছে। কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসায় যেমন রোগী মারা যেতে পারে তেমনি ব্যবসায়ে ভুল পরামর্শে সব হারানোরও সম্ভাবনা থাকে। কাজেই যার কাছে পরামর্শ নেয়া হবে তার ব্যাকগ্রাউন্ড ভাল মত চেক করতে হবে।

প্রশ্ন: আমি উদ্যোক্তা হতে চাই এবং “আসুন দক্ষ ব্যবসায়ী হই” গ্রুপে মেম্বার হতে চাই। আমাকে কী কী করতে হবে এবং আমি কী কী সুবিধা পাবো?

উত্তরঃ সিলেক্টেড মেম্বারদের জন্য পরামর্শদাতা নিয়োগ দেয়া হবে কন্সালটেন্ট হিসেবে। কিন্তু আপনাদের আপনাকে কোনো চার্জ করবেন না। উনাদের সবার আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট এবং বাংলাদেশে ৩৫ বছরের উপর কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এসব দেশে তার ৫টি সফল কোম্পানি রয়েছে যেসব কোম্পানির কাজ করার পদ্ধতি এখানে এপ্লাই করা হবে। পরামর্শদাতার সংজ্ঞা জানতে হবে আমাদের । একজন ব্যবসায়ে বিজ্ঞ পরামর্শদাতা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ঐ পথ ইতিমধ্যেই পার হয়ে এসেছেন যে পথে আপনি হাটতে যাচ্ছেন। তিনি এমন একজন মানুষ যিনি প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন, সফল এবং পরামর্শ ও পথনির্দেশনা দিতে আগ্রহী কোনো প্রকার ব্যক্তিগত র্স্বাথ ছাড়াই। “আসুন দক্ষ ব্যবসায়ী হই” হওয়ার সবার সমান সুযোগ । “আসুন দক্ষ ব্যবসায়ী হই” গ্রুপে যোগদান করার জন্য রিকুয়েস্ট পাঠান।

প্রশ্নঃ কি কি জিনিস নিয়ে কাজ হবে?

উত্তরঃ ইংক, প্রিন্টিং, জুট সলিউশনস প্রোডাক্টস, কোয়ালিটি বাংলাদেশি প্রোডাক্ট, ইমেজ ম্যানিপুলেশন ইত্যাদি। আমরা যেই প্রোডাক্ট বা সার্ভিসে সবচেয়ে কম সময় ব্যয় করে সর্বোচ্চ বিজনেস ডেভেলপ এবং সর্বোচ্চ প্রফিট জেনারেট করতে পারবো সেটাকেই ফোকাস করবো । আমরা ১টা থেকে কয়েকটা বা যে কয়টা দেখবো ভাল হচ্ছে সেদিকে ফোকাস করবো । প্রতিটা সাকসেসফুল প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে টিম বানানো হবে। একেকটা প্রোডাক্ট বা সার্ভিস একজন থেকে আরো থাকতে পারে। এনালাইসিস করে আমরা জানবো এবং সেটা ভবিষ্যতে জানানো হবে ।

প্রশ্নঃ “আসুন দক্ষ ব্যবসায়ী হই” গ্রুপে থাকতে হলে প্রতিমাসে ৩০,০০০ টাকা এবং ১৫০,০০০ টাকা করে বানাইতেই হবে ৬ মাস পর?

উত্তরঃ হ্যাঁ। আমাদের সাহায্য নিয়ে তরুন উদ্যোক্তাদের ৬ মাস পর প্রতিমাসে ৩০,০০০ টাকা ইনকাম করতে হবে । যেকোন প্রোডাক্ট হতে পারে সেটা তবে আমাদের এপ্রুভাল নিতে হবে আগে । আরেকদিকে বিজনেস পিপল যাদের ১০ বছরের অভিজ্ঞতা আছে, অফিস, ওয়ারহাউজ সহ ৫ জন কর্মচারী রয়েছে এবং এলসি (LC) সুবিধা রয়েছে তাদেরকে অবশ্যই ৬ মাস পর প্রতিমাসে ১৫০,০০০ টাকা ইনকাম করতে হবে।

প্রশ্নঃ কীভাবে শুরু করবো?

উত্তরঃ পরামর্শদাতার ম্যাসেঞ্জার নাই বা ব্যবহার করেনা । ম্যাসেজও খুব একটা চেক করেনা। ওল্ড ফ্যাশন ওয়েতে কমিউনিকেট করতে হবে। মেইলঃ info@accessprintingsolutions.net

প্রশ্নঃ কী কী লাগবে?

উত্তরঃ লেটেস্ট সিভি । লেটার অফ ইন্টেন্ট অর্থাৎ কি নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং কী কী শিখতে চাচ্ছেন?

প্রশ্নঃ সবশেষে আমার কী কী প্রয়োজন?

বিজনেস প্ল্যান, মার্কেট এনালাইসিস এবং কস্ট এনালাইসিস। যদি ধারণা না থাকে বা আত্মবিশ্বাসী না হোন তবে জানান। পারসন টু পারসন শিখানো হবে ।

প্রশ্নঃ কাদের নিয়ে হবে?

সেরা বিজনেস প্ল্যান, সেরা মার্কেট এনালাইসিস এবং কস্ট এনালাইসিস যাদের হবে তাদের কয়েকজন নিয়ে হবে প্রত্যেক ক্যাটাগরি থেকে। সেটা আমরা এনালাইসিস করে জানবো তবে সবার জন্য সমান সুযোগ থাকবে ।

প্রশ্নঃ উদ্যোক্তা কারা হতে পারে? অনেকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে সেই যোগ্যতা আছে কি না? কি কি যোগ্যতা থাকতে হবে । মেয়েরাও অংশগ্রহণ করতে পারবে কি না? কি কি সুযোগ সুবিধা অফার করা হবে এবং কখন অফার হবে।

উত্তরঃ একটু বিস্তারিত উত্তর দিচ্ছি বাস্তব জীবনের ঘটনার সাথে মিলিয়ে।
আমি যখন আমেরিকাতে স্কুলে পড়া অবস্থাতেই খবরের কাগজ ডেলিভারি ছাড়াও ম্যাকডোনাল্ড, Captain D’s এ এবং আরো অনেক জায়গায় কাজ করেছি। রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম কিন্তু তারপরো পড়াশুনা ঠিকমতো করতাম। বাড়ির সামনে-পিছনে ঘাস কাঁটা, বাথরুম পরিষ্কার করা, বাড়ির বাসন মাজা, আস্ত মুরগীর চামড়া ছিড়ে মুরগীগুলো টুকরো টুকরো করে কাটা এবং মাঝে মাঝে রান্নাও করতাম। এটা শুধু আমি একা না, আমার ছোট দুইভাইও করতো। বাসায় বোন ছিল, মা ছিল কিন্তু কাজগুলি আমরা করতাম পর্যায়ক্রমে কিন্তু না করলেও কিছু হতো না। আমরা যে কাজগুলি করতাম এটার মধ্যে একটা সিস্টেম ছিল কোন কনফ্লিক্ট ছিলোনা। তেমনি উদ্যোক্তা এবং ব্যবসা করতে গেলেও এরকম টিম প্লেয়ার হতে হবে, এরকম সিস্টেমিক ওয়েতে কাজ করতে হবে। যারা টিম প্লেয়ার হিসেবে এবং অর্গানাইজ ম্যানারে কাজ করতে পারে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশী।
আমাদের যদি কেউ বলে ক্ষুধা লাগলে একমাইল দূরে গেলে খাওয়া পাওয়া যাবে, আমরা যেতে প্রস্তুত ছিলাম।
বাংলাদেশে নিম্নবিত্তদের সঙ্গে উঠাবসার সুযোগ না হলেও, মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের সাথে মেশার সুযোগ হয়েছে। যেখানে আমরা ক্ষুধা লাগলে এক মাইল দূরে রাজী সেখানে বাংলাদেশের ছেলেরা এক মাইল তো দূরের কথা পারলে ঐ জায়গায় দাঁড়িয়ে খাবার খেতে চায় এবং খাইয়ে দিলে খুব খুশী হয়। এই লেপটা একটু টেনে দে, পা টা টিপে দে, পানি নিয়ে আয় ইত্যাদি তাদের নিত্যদিনের অভ্যাস। তারপর খাবার টেবিলে মেয়েদের তুলনায় ছেলেদের সুযোগ সুবিধা বেশী দেয় যেমন মাছের মাথা ছেলে পাবে, মুরগীর বড় রানটা ছেলেরা পাবে এইরকম আরো অনেক। মোটকথা সবকিছুতেই ছেলেদের অগ্রাধিকার। এটা কিন্তু ছেলেদেরকে ভালোর দিকে না নিয়ে গেলে খারাপের দিকে নিয়ে যায়। কারণ রিয়েল ওয়ার্ল্ডেও ঐ ছেলে অন্য কারো জন্য অপেক্ষা করে বসে থাকবে কাজগুলি করে দেয়ার জন্য। তবে মজার ব্যাপার আমেরিকাতে গেলে আচার-আচরণ পরিবর্তন হয়ে যায় মানে এরা আমেরিকাতে গিয়ে সব ধরণের কাজ করতে রাজী। কিন্তু যত বিপত্তি সব বাংলাদেশে কাজ করতে গেলে।
আমি তিন বছর ধরে দেখেছি তাদের ব্যবহার। তারা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা শিখবে না, ব্যবসা তৈরি করে হাতে তুলে দিলে তবেই ব্যবসা করবে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন ক্যান্ডিডেট আইডিয়াল হবে। তারাই আইডিয়াল ক্যান্ডিডেট হবে যারা ব্যবসা নিজেরা তৈরি করে নিবে। কাউকে হাতে তুলে দেয়া হবেনা। আমরা আমেরিকাতে যেভাবে সব কাজ করতাম মিলেমিশে এটা উদ্যোক্তা হওয়ার জন্য খুব ভালো উদাহরণ। উদ্যোক্তা হতে হলে অনেক কাজ নিজে করতে হবে। যারা কাজের লোকের উপর, বাবার উপর, মার উপর, চাকরীর উপর ভরসা করে আসছে তারা কি উদ্যোক্তা হওয়ার বা ব্যক্তিগতভাবে কাজ করার যোগ্যতা রাখে কি না?
পৃথিবীর সবচেয়ে সুখের দেশ বাংলাদেশ হচ্ছে সেভেন স্টার বাবার হোটেল। বাংলাদেশে সেসব ছেলেদের কিছু চাওয়ার আগেই রেডি হয়ে যায় গরম গরম ভাত, তরকারী সবসময় রেডি থাকে, সারাক্ষণ কাজের লোকেরা সেবা করতে থাকে । তারা জানেনা নিজে থেকে কিভাবে করতে হয় কোন কাজ। এসব ছেলেরা আমাদের প্রজেক্টের জন্য উপযুক্ত না যদিনা আমেরিকাতে গিয়ে তারা যেভাবে পরিবর্তিত হয় সেভাবে কাজ করতে আগ্রহী থাকে। প্রশ্ন হতে পারে আমরা কিভাবে বুঝবো কোন ছেলে কেমন । আমাদের এত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা কিছুদিন যোগাযোগের পরেই বুঝতে পারবো কোন ছেলেটার মধ্যে আগ্রহ আছে, ছেলেটা কেমন ইত্যাদি বিষয়গুলি।
যারা নিজের বোনের জন্যে সালোয়ার কামিজ, বোনের জন্য খরচ করতে ভালবাসে, যারা বাবা-মায়ের জন্য খরচ করতে চায় কিন্তু টাকা নাই, প্রতিমাসে বাবা-মায়ের খরচের টাকার ঘাটতি হলে নিজের টাকা দিয়ে সাহায্য করতে চায় এদেরই সত্যিকারের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী। আশা করি কিছুটা বুঝাতে পেরেছি কেমন ধরণের ক্যান্ডিডেট আমরা চাই এবং কারা আমাদের প্রজেক্টের জন্য কোয়ালিফাইড না ।
যদি কম্পিটিশন করা হয় উদ্যোক্তার তাহলে এক কথায় তারাই বেস্ট উদ্যোক্তা যারা সবচেয়ে বেশী টাকা কামাতে পারবে । টাকা বেশী বানানো বেস্ট উদ্যোক্তা হওয়ার এক্সাম্পল।
আমরা কোন পপুলারিটি প্রতিযোগিতা বা কোন নির্বাচনে দাঁড়াচ্ছি না । আমরা যা বলবো তাতে যেন উদ্যোক্তাদের ভালো হয় সেটাই বলবো সবসময়। আমাদের এই প্রজেক্টে মেয়েরাও উদ্যোক্তা হতে অংশগ্রহণ করতে পারবে। ছেলেদের মত তাদেরও সমান অধিকার থাকবে। এই ব্যাপারে যোগাযোগ করতে হবে গ্রুপ এডমিন Moinul Hasan এর সাথে (Mobile: 01521227679 / Email address: moinul107@gmail.com )
আমরা এক সপ্তাহ পর কমপ্লিট লিস্ট দিবো কি কি সুযোগ এভেইলেবল আছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ।

উল্লেখ্যঃ “আসুন দক্ষ ব্যবসায়ী হই” প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ এবং তরুন উদ্যোক্তাদের পথ দেখিয়ে সাফল্যের দিকে নিয়ে যেতে। যেখানে আমরা সফল উদ্যোক্তা বানানো এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ করার আশা রাখছি।

প্রশ্নঃ কাস্টোমার সাপোর্ট, সেলস, মার্কেটিং লোকালি এবং গ্লোবালি খুব গুরুত্বপূর্ণ কেন?

উত্তরঃ এসব ছাড়া বিজনেস ডেভেলপ করবে না।

প্রশ্ন: কাস্টোমার সাপোর্ট, সেলস এবং মার্কেটিং ছাড়া কোম্পানি কী?

উত্তরঃ হার্ট ছাড়া একজন মানুষ।

প্রশ্নঃ কাস্টোমার সাপোর্ট, সেলস এবং মার্কেটিং লোকালি এবং গ্লোবালি কি খুব কঠিন?

উত্তরঃ আমি ৩০ বছরের উপর এসব নিয়ে কাজ করে আসছি প্রথমে আমেরিকা এবং মিডলইস্ট সহ। সুতরাং আমার কাছে ব্যাপারগুলো সহজ। কিছু বাংলাদেশীদের আমার নলেজগুলো ট্রান্সফার করতে পারলেই নিজেকে ধন্য মনে করবো।

প্রশ্নঃ আবার কী কোন কম্পিটিশন এর ব্যবস্থা করবেন?

উত্তরঃ মনে হচ্ছে আবার করতে হবে। কারণ কে কে কোন প্রোডাক্টে সুইটেবল সেটা আইডেন্টিফাই করতে হবে।
আমরা তিন বছর আগে মার্কেট এনালাইসিস, কস্ট এনালাইসিস, বিজনেস প্ল্যান এবং উদ্যোক্তা হতে চাই কম্পিটিশন করি। সেখানে বিজয়ী ছিল ১০ জন।
বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার এত আগ্রহ দেখে আমরা সময় নিয়ে খুটিয়ে খুটিয়ে বিচার-বিশ্লেষণ করবো কাকে দিয়ে কোন কাজটা করানো হবে। যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে অনুরোধ করছি www.bishwabangla.com এ গিয়ে যোগাযোগ ফর্মের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে। আমাদের হাতে প্রচুর প্রোডাক্ট আছে যেটা দুই একজন দিয়ে করা সম্ভব না। অনেক লোকের প্রয়োজন। আমি আরেকটা ব্যাপার বলবো এই মুহুর্তে কোন কাস্টোমারের সাথে যোগাযোগ করার দরকার নেই কারণ কেউ রেডি না। আরো অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে। প্রোডাক্ট সম্পর্কে পুরোপুরি না জেনে কাস্টোমারের কাছে গেলে কাস্টোমারের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খেতে হবে। এতে করে কাস্টোমার বিশ্বাস হারিয়ে ফেলবে। আমরা কাস্টোমারের সাথে যোগাযোগ করার জন্য সঠিক সময় বলে দিবো।
কাস্টোমার সাপোর্ট/সেলস এবং মার্কেটিং দিয়ে আমেরিকা এবং ইউরোপ থেকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির কাজ অনেক বছর ধরে আনা হচ্ছে। মিডলইস্টেও একিভাবে কাজ আনা হচ্ছে। এই কাস্টোমার সাপোর্ট /সেলস এবং মার্কেটিংটাকে ভাল মত শিখতে হবে। আর আমি যেভাবে শিখাবো তার জন্য কোন দক্ষ বা উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই।

প্রশ্নঃ আমরা কি একচেটিয়া সব জুট প্রোডাক্ট হ্যান্ডেল করবো?

উত্তরঃ না। শুধু হাই টেক প্রোডাক্ট যেমন দুইটা প্রোডাক্ট জুট পলি ফিল্ম এবং জুট পলি ব্যাগ এবং আরো কিছু হাই টেক প্রোডাক্ট। ছবি দেয়া হলো। এর বাইরে না। আমি Dr. Mubarak Ahmad Khan কে যখন উনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছিলেন প্রোডাক্টটা কপিরাইট করতে এবং খুব তাড়াতাড়ি প্রোডাকশন করতে তাগিদ দিয়েছিলাম এবং আমরা সেল/মার্কেটিং করার জন্য রেডি বলেছিলাম । কারণ অন্য কেউ শুরু করার আগে যেন তিনি শুরু করতে পারেন। এরকমের একটা প্রজেক্ট উনি ফাস্ট করতে চাইলেও অনেক প্রসিডিউর, অনেক ফরমালিটিস রয়েছে । আমি শুধু দুটো ছবি দিলাম হাই টেক জুট প্রোডাক্টের । এর বাইরের প্রোডাক্টে আমরা ইন্টারেস্টেড না । আমাদের যে কালির কাস্টোমার আছে তারা প্রতিমাসে ২০,০০০ টন পলিফিল্ম ব্যবহার করে সেটা আমাদের খুব ইচ্ছা ধীরে ধীরে জুট পলিফিল্ম এবং ব্যাগ দিয়ে রিপ্লেস করার । আমরা প্রফেশনাল বায়িং হাউজ বা জুট রিলেটেড কোম্পানির মাধ্যমে কাজ করবো । আমাদের জুট পলিফিল্ম এবং জুট পলিব্যাগ দরকার স্যাম্পল হিসেবে । আমাদের ল্যাব এনালাইসিসে কোয়ালিটি এপ্রুভ হলে আমরা ৩-৫টা প্রিন্টিং কোম্পানিতে একচুয়াল প্রোডাকশন পরিবেশে প্রিন্টিং টেস্ট হবে আমাদের কালির ব্যবহার সহ । এসব ল্যাব এনালাইসিস প্রিন্টিং ট্রায়ালের জন্য আমাদের জুট পলিফিল্ম এবং জুট পলিব্যাগের দরকার । যারা সিরিয়াসলি ইন্টারেস্টেড তারা সরাসরি Dr. Mubarak Ahmad Khan এর সঙ্গে যোগাযোগ করে সাহায্য নিতে পারেন । প্রোডাক্টের কি খবর,হাই ভলিউম কবে থেকে শুরু করা সম্ভব সেটা তার সঙ্গে আলোচনা করতে হবে । আমরা আমাদের বায়ারদের ২০,০০০ টন পর্যন্ত অর্ডার মাসে নিতে পারবো যদি কোয়ালিটি, প্রাইস,অন টাইম ডেলিভারি দেয়া যায় অনগোয়িং বেসিসে এবং আমাদের এক্সেস প্রিন্টিং সলিউশনস এর বাইরেও আরো বিশাল মার্কেট পড়ে আছে যেমন ওমান, বাহরাইন,কাতার, কুয়েত, সৌদিআরব, আফ্রিকা, আরব আমিরাত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা ১৯ বছর ধরে সেলস এবং মার্কেটিং করে আসছি । অন্যদিকে আমরা আমেরিকা এবং ইউরোপে ৩০ বছরেরও বেশী সময় ধরে সেলস এবং মার্কেটিং করে আসছি । কাজেই মার্কেট অলরেডি অপেক্ষা করছে ।

মার্কেট যত বড় থাকুক প্রোডাক্ট যদি রেডি না হয়, প্রোডাক্ট যদি ডেলিভারি দেয়া না যায়, প্রোডাক্ট যদি আমাদের ল্যাবে এপ্রুভ না হয়, প্রোডাক্ট যদি কাস্টোমার এপ্রুভ না করে তাহলে প্রচুর সম্ভাবনা থেকেও কোন লাভ নেই।

গ্লোবালি আমরা আমেরিকা, ইউরোপ, মিডলইস্ট এবং পার্শ্ববর্তী দেশগুলোর প্রেস্টিজিয়াস কোম্পানির কাজ করে আসছি এবং কিছু কোম্পানির মার্কেটিং করে থাকি। সেইসাথে আমাদের নিজেদের কোম্পানির গ্লোবালি মার্কেটিং করছি। আমরা কিছু বাংলাদেশী কোম্পানিকে কোয়ালিটি প্রোডাক্টসের মার্কেটিং দিয়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারি কোন পারিশ্রমিক ছাড়াই কিন্তু আমরা সরাসরি কোন বিজনেস করবোনা। এটা আমি ক্লিয়ার করতে চাই। আমাদের বিজনেস ইমেজ ম্যানিপুলেশন, ইংক ম্যানুফ্যাকচারিং এবং তারসাথে জুট পলিফিল্ম এবং জুট পলিব্যাগের প্রজেক্ট নিবো। এর বাইরে কোন বিজনেস আমরা করবো না। এই মুহুর্তে আমরা জানিনা জুট পলিফিল্ম বা জুট পলিব্যাগ এর কি ভবিষ্যৎ কিন্তু আমরা কন্টিনিউয়াস সাপোর্ট করে যাবো কারণ এটা আমাদের দেশের প্রজেক্ট। বাইরে মার্কেটিং করে সেলস বাড়াতে পারলে আমাদের দেশের অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অনেক পরিবার ভালো জীবনযাপন করতে পারবে। আমরা www.bishwabangla.com এর মাধ্যমে উদ্যোক্তাদের জন্য, বিজনেস পিপলদের বিজনেস লোকালি এবং গ্লোবালি এক্সপান্ড করার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিবো ১৫ জুন ২০১৮ এর পর থেকে । শুধু মেম্বারদের সাহায্য করা হবে কারণ আমরা জানবো আমাদের মেম্বার কারা। মেম্বারশিপ এপ্লিকেশনের লিংক দেয়া হবে জুনের ১৫ তারিখ। আমরা সবকিছু সিস্টেমেটিকেলি এবং প্রফেশনাল ওয়েতে করবো। মেম্বার না হলে আমরা ব্যাকগ্রাউন্ড জানবো না। কাজেই মেম্বারশীপ না থাকলে কোন ইনভল্ভমেন্টে যাবোনা আমরা। মেম্বারশিপ একদম ফ্রি।

প্রশ্নঃ অনেকে কালি নিয়ে অনেক মেইল, পোস্ট ইত্যাদি দিচ্ছে। এটা নিয়ে কি একটু ক্লিয়ার করবেন?

উত্তরঃ আমরা ঘুষ দিয়ে ১ কেজি কালিও বিক্রি করবো না। আমরা মিডল ইস্টে ১৯ বছর ধরে কালি বিক্রি করে আসছি কিন্তু বাংলাদেশে করছি না কেবল ঘুষের কারণে।

আমরা অনেক কালি নিজেরা তৈরি করি। ওয়াটার বেজড, সলভেন্ট বেজড ফ্লেক্সো গ্র্যাভিউর ইংক যা টোটাল ইংক কনসাম্পশনের ৮০ ভাগ। আর কিছু কালি আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী ২৪০ বছরেরও পুরনো নাম্বার ওয়ান ইংক কোম্পানির জার্মানির ফ্যাক্টরিতে তৈরি হয়। আমরা বাংলাদেশের সব থেকে ভাল কালি আমাদের দুবাই ফ্যাক্টরিতে এনালাইসিস করে আরো একটু বেশি গ্লস, একটু বেশী কালার স্ট্রেংথ, বেশী মাইলেজ ,ফাস্টার ড্রাইয়িং করে আমাদের কালি বাংলাদেশে কিছু প্রিন্টিং কোম্পানিতে টেস্ট করেছি এবং তারা খুব খুশী কালির পারফর্মেন্সে। আমরা ইচ্ছা করলে অনেক কালি বাংলাদেশের বাজারে ছাড়তে পারি কিন্তু তা আমরা করবো না যেটা নিয়ে আগে অনেকবার পোস্ট দিয়েছি ।

ডিটেইলস আবারো দিলাম –
১) আমরা ঘুষ ছাড়া কালি বিক্রি করার প্রপোজাল চাই।
২) আমরা যে ফিডব্যাক পেয়েছি তাতে মার্কেটে আমাদের কালি শতভাগ উপযুক্ত। 
৩) লেটার অফ ইন্টেন্ট লাগবে এ টু জেড প্রপোজাল সহ। 
৪) কিভাবে এলসি খোলা হবে।
৫) স্টোরেজ ডেলিভারি ইত্যাদি এক্সপ্লেইন করতে হবে।
৬) কেউ স্টক থেকে কিনবে, কেউ এলসি দিয়ে আনবে ইত্যাদির এক্সপ্লানেশন লাগবে।
৭) পেমেন্ট টার্মস কি হবে এবং পেমেন্ট কখন, কিভাবে হবে ইত্যাদি ব্যখ্যা করতে হবে।
৮) আমরা কাউকে এজেন্ট, ডিস্ট্রিবিউটর, রিসেলার হিসেবে বাংলাদেশে নিয়োগ দেইনি। আমরা বাংলাদেশে শত শত টন কালি সাপ্লাই দিতে পারবো কারণ আমাদের কালির মান অনেক ভাল এবং দাম প্রতিযোগিতামূলক।
৯) আমরা ইচ্ছা করলে ইন্ডিয়া/চায়না থেকে ৩০,০০০ ডলারে গ্রাইন্ডিং মেশিন কিনতে পারতাম কিন্তু আমরা ১৮৫,০০০ ইউরো দিয়ে একেকটাগ্রাইন্ডিং মেশিন কিনেছি যেটার পার্টিকল সাইজ ২ মাইক্রন এর চেয়ে ছোট, বেটার গ্লস, বেটার কালার স্ট্রেংথ, ফাস্টার ড্রাইয়িং যা বিশ্বে ফেমাস সুইজারল্যান্ডের BUHLER এর তৈরি বিশ্বের বড় কালি কোম্পানি ইউজ করে থাকে। কাজেই আমরা কোয়ালিটি দিয়ে বিজনেস বৃদ্ধি করি এবং একইসাথে কম্পিটিটিভ প্রাইস অফার করি।
১০) আমরা তাড়াহুড়ো করে কিছু করবোনা। যারা উপরের টার্মস এবং কন্ডিশন মেনে কাজ করতে চান তারা ফুল ডিটেইলস সহ যোগাযোগ করতে পারেন ।

প্রশ্নঃ মিক্সিং ফ্যাসিলিটি করতে চাই।

প্রশ্নঃ কিভাবে শুরু করবো?
উত্তরঃ আমার টেকনিক্যাল know how, সবরকমের ট্রেইনিং এবং সাহায্য করবো।

প্রশ্নঃ কত টাকা লাগবে?
উত্তরঃ মিক্সার, মিক্সিং ট্যাংক, দুই একটা ল্যাব ইকুইপমেন্ট সহ সব মিলিয়ে খরচ অনেক কম হবে। একটা রুম ইংক মিক্সিং করার জন্য, একটা ছোট রুম ল্যাবের জন্য এবং একটা অফিস দিয়ে শুরু করা যায়।

প্রশ্নঃ মিক্সিং ফ্যাসিলিটি করার এডভান্টেজ কী?
উত্তরঃ আরব আমিরাতে এক্সেস প্রিন্টিং সলিউশনস থেকে কন্সান্ট্রেট নিয়ে এসে অনেক ধরণের ইংক সাপ্লাই করা যাবে এতে করে মার্কেটের চেয়ে কালির মান ভাল হবে কন্সান্ট্রেট থেকে বানানোর ফলে এবং প্রাইস এডভান্টেজ থাকবে ।

প্রশ্নঃ খুব সিরিয়াস আমি। কি করতে হবে এখন?
উত্তরঃ যারা সিরিয়াস তারা যোগাযোগ করুন এখুনি।