“আসুন দক্ষ ব্যবসায়ী হই” গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য 2018-06-03T22:49:03+06:00

“আসুন দক্ষ ব্যবসায়ী হই” গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য


বর্তমান সময়ে সবাই কিছু না করতে চায়। বিশেষ করে যুবক সমাজ। ব্যবসা করতে গেলে প্রায়শই বিভিন্ন ধরণের বাধাবিপত্তির মুখে পড়ে তারা। ব্যবসার শুরুটা কি হবে এই প্রশ্নের জালে ঘুরপাক খেতে খেতে একটা সময় তাঁদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। বাস্তবায়ন করা হয়না। সবচেয়ে বেশী যে সমস্যার মুখোমুখি হতে হয় তাদের সেটি হলো প্রয়োজনীয় ও সঠিক ধারণা এবং তথ্যের যোগান। ব্যাংক লোন বা সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনা এরকম অনেক বিষয়ে দ্বিধাদন্দে ভোগেন তারা। স্বাভাবিকভাবেই ব্যবসার প্রথমদিকে একজন ক্ষুদ্র উদ্যোক্তার পুঁজি কম থাকে তাই প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর চেয়ে ব্যাংক ঋণ পাওয়া তার পক্ষে অনেক বেশি কঠিন হয়। ঋণ বা অর্থনৈতিক সহায়তা পাওয়ার সুদীর্ঘ প্রক্রিয়া অনেকসময় উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে বাঁধা হয়ে দাড়ায়। এসব বিষয়ে আগে তেমন একটা গাইডলাইন না থাকলেও বর্তমানে অনলাইনে প্রচুর তথ্য-উপাত্ত রয়েছে। কিন্তু ডাক্তারের সামান্য ভুলে যেমন রোগী মারা যেতে পারে তেমনি ব্যবসায়ে ছোটখাটো ভুল পরামর্শেও সব হারানোরও সম্ভাবনা থাকে। এসব বিষয় চিন্তা করেই আমরা একদম সঠিক এবং কার্যকর গাইডলাইন দিয়ে উদ্যোক্তাদের সাহায্য করার প্রয়াস নিয়েছি। লোন ছাড়াও যে উদ্যোক্তা হওয়া যায় সেটা কার্যকরের লক্ষ্য আমাদের। পাশাপাশি আমরা আমরা প্রতিষ্ঠিত কোম্পানির ব্যবসা সম্প্রসারণের ব্যাপারে সাহায্য করতে পারবো কারণ আমাদের মার্কেটিং টিম ইউরোপ এবং আমেরিকার কিছু প্রেস্টিজিয়াস কোম্পানির মার্কেটিং এ সাহায্য করছে এবং তাঁদের বিজনেস ডেভেলপড করা হচ্ছে। মূলত কাউকে উদ্যোক্তা বানানো যায় না। উদ্যোক্তারা নিজেরাই নিজেদের তৈরি করে নিতে হয়।যাদের ভেতরে আইডিয়া বাস্তবায়নের তাড়না রয়েছে কেবল তারাই উদ্যোক্তা হতে পারে। উদ্যোক্তা হতে গেলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন হতে হবে বড় আর সেই স্বপ্ন বাস্তবায়নে থাকতে হবে বিশ্বাস। কত টাকা পুঁজি আছে বা কি ধরনের সুযোগ-সুবিধা আছে তা নয়,বরং একজন উদ্যোক্তার সবচেয়ে বড় মূলধন তার নতুন কিছু করতে চাওয়ার ইচ্ছা। প্রতিষ্ঠিত বা পরীক্ষিত পথে ব্যবসা প্রতিষ্ঠা করলেই উদ্যোক্তা হওয়া যায় না।একজন উদ্যোক্তা তাঁর রাস্তা নিজে তৈরী করেন।
এই চলার পথে আমরা আমাদের ব্যবসা সম্পর্কিত ৩৫ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। আমাদের মেন্টর আছে এই গ্রুপে যারা আমেরিকা, ইউরোপ এবং মিডল ইস্টে কাজ করার প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন। সেই অভিজ্ঞতা এবং কিভাবে কি করতে হবে সবকিছু ধীরে ধীরে শেয়ার করা হবে।
আমাদের গ্রুপের সদস্য হবে শুধুমাত্র সত্যিকারের আগ্রহী এবং সিরিয়াস বিজনেস পিপল। যাদের মাধ্যমে উদ্যোক্তারা ৬ মাসের মধ্যে প্রতিমাসে ৩০,০০০ টাকা এবং বিজনেস পিপলরা ৬ মাস পরেই অতিরিক্ত ১৫০,০০০ টাকা করে ইনকাম করবে প্রতিমাসে। এটা হবে আমাদের প্রাথমিক লক্ষ্য। আমরা এ বিষয়ক সম্পূর্ণ গাইডলাইন ধারাবাহিক ভাবে দিবো। দুটো ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। সবাই সফল হবেনা ।
শুরু থেকে শেষ পর্যন্ত যারাই লেগে থাকবে এবং ডেডিকেশন দেখাবে তারাই সফল হবে । প্রতিমাসে তবে সিলেক্টেড কয়েকজন উদ্যোক্তা এবং বিজনেস পিপলই পারবে । এ সিলেকশন আমরা করবো না । উনারা নিজেরাই নিজেদের প্রস্তুত করবে। এটা হবে আমাদের প্রাথমিক লক্ষ্য । আমরা এ বিষয়ক সম্পূর্ণ গাইডলাইন ধারাবাহিক ভাবে দিবো। তবে এটা মনে রাখতে হবে সবাই সফল হবেনা। আমেরিকাতে প্রতি ১০ জন উদ্যোক্তার মধ্যে ১ জন সফল হয়। সে হিসেবে বাংলাদেশে এ সংখ্যা আনুমানিক ৫০ হবে (এটা শুধুমাত্র অনুমান। বাংলাদেশের কোন সঠিক উদ্যোক্তা সম্পর্কিত পরিসংখ্যান নেই।) সফলতার হার খুব কম। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে যারা লেগে থাকবে শুধুমাত্র তারাই সফল হতে পারবে।
বিঃ দ্রঃ মূলত আমার যুক্ত হওয়ার কথা ছিলোনা বাংলাদেশে কোন ধরণের ব্যবসার সাথে। কিন্তু বেশকিছু মানুষ অনেকদিন ধরেই অনুরোধ করছিল আমার সাহায্য নিয়ে ব্যবসা শিখবে। মূলত তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত বদলাতে হয়েছে। আমি যুক্ত থাকতে পারলেই গ্রুপের লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে শতভাগ সফলতা নিয়ে অগ্রসর হতে পারবো আমরা। এখানে কোন ব্যক্তিগত স্বার্থ বা লাভ নেই আমার। বরং আমার দিক থেকে যেই প্রফিট আসবে সেটা আমি এই গ্রুপেরই উদ্যোক্তাদের ওয়ার্কিং ক্যাপিটাল এবং বিভিন্ন ধরণের দাতব্য কাজে ব্যয় করবো। দেশের বাইরে বিশ্বের বড় বড় কোম্পানির সাথে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটার উপযুক্ত ব্যবহার করে কিছু উদ্যোক্তা এবং বিজনেস পিপলকে সাহায্য করাই মূল লক্ষ্য আমার।