সবাই যেটা করে আমরা তাঁর ঠিক উল্টোটা করি। যেমন আমরা Sun Chemical বা Flint Group যারা ইংক বিজনেসে বিশ্বে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে তাদের কালির ল্যাব এনালাইসিস, প্রোডাকশন এনালাইসিস করে এবং কমপক্ষে তিনটা প্রিন্টিং কোম্পানিতে প্রিন্টিং পরীক্ষা কররে অন্যান্য ইংক কোম্পানির চেয়েও গুণগত মান বৃদ্ধি করি কিন্তু মূল্য অপরিবর্তিত রাখি । এইভাবে আস্তে আস্তে আমাদের প্রোডাকশন মাসে ৫০০ টন পর্যন্ত দাঁড়িয়েছে।

বাংলাদেশে হাজার হাজার টন কালি আসছে ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, কোরিয়া ইত্যাদি দেশ থেকে। আমরা সব কালি আরব আমিরাত, জার্মানি এবং বেলজিয়ামে টেস্ট করে পূর্বের চেয়ে উন্নতমানের কালি বানিয়েছি। একটা উদাহরণ দিই- কোরিয়াতে প্রস্তুতকৃত ডাইহান প্রাইড-৫০ এর চেয়েও আমাদের কালির গ্লস, ফাস্টার ড্রাইয়িং, কালার স্ট্রেংথ বেশী এবং মাইলেজও বেশী । বাংলাদেশে কয়েকটা প্রিটিং কোম্পানিতে দেয়া হয়েছে। সবাই খুবই খুশী কারণ আমাদের কালি জার্মানির তৈরি কিন্তু ডাইহান প্রাইড-৫০ কোরিয়ার তৈরি। আমাদের এক্সেস প্রিন্টিং সলিউশনের প্রিমিয়াম শিটফেড অফসেটের খুব চাহিদা। আগে প্ল্যান করেছিলাম বাংলাদেশে কালির ব্যবসার সঙ্গে জড়াবো না শুধু ইমেজ ম্যানিপুলেশন ব্যবসা চালিয়ে যাবো কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কাজেই অনেকের জন্য সুযোগ আসবে।

2018-06-14T00:31:48+06:00