নিচে কিছু স্ক্রিন প্রিন্টিং এর উদাহরণ দিয়েছি। আমি এখনো নিশ্চিত নই এটা সবার জন্য কতটুকু কঠিন বা সহজ হবে। তবে আমি আশা করি যারা স্ক্রিন প্রিন্টিং এ আগ্রহী, তারা এটা পছন্দ করবে। মনে রাখবেন for this project, চূড়ান্ত প্রিন্টিং করা হয় পাটজাতীয় দ্রব্যের উপর।
যা যা লাগবে
স্টেনসিল ( এই টিউটোরিয়াল থেকে শিখে নিজেরটা নিজেই কেটে নিন)
স্ক্রিন ( যেকোনো আর্ট সাপ্লায়ারের দোকানে পাবে। A4 সাইজ এক্ষেত্রে যথেষ্ঠ।
সমান বা প্লেইন শিট সেট
ফ্যাব্রিক পেইন্ট
১ম ধাপ
মাস্কিং টেপের সাহায্যে স্টেনসিলকে স্ক্রিনের সাথে যুক্ত করুন। স্টেনসিলের চারপাশে স্ক্রিন উন্মুক্ত বা খোলা রয়ে গেলে সেটা পেপার দিয়ে ঢেকে দিন। এতে কোনো গর্ত বা ছিদ্র বা ফাঁকা স্থান থাকার সম্ভাবনা থাকবে না।
২য় ধাপ
স্টেনসিল সহ স্ক্রিনকে এমনভাবে সারফেসে বসান যেন সেটা ফ্যাব্রিকের সংস্পর্শে থাকে। এরপর স্ক্রিনের ভেতরের দিকের উপরের অংশে ফ্যাব্রিক ইঙ্ক যুক্ত করুন।
৩য় ধাপ
এবার নিচের দিকে এমনভাবে চাপ প্রয়োগ করতে থাকুন ঠিক যেভাবে কোনো কিছুকে আপনি জোর করে নিজের দিকে টেনে নিচ্ছেন। এ প্রক্রিয়া ততক্ষণ অনুসরণ করুন যতক্ষণ না রঙ পুরো স্টিনসেলকে ঢেকে ফেলে। আপনাকে যথেষ্ঠ পরিমাণ চাপ প্রদান করতে হবে যাতে সব রঙ স্ক্রিনের একদম নিচে চলে যায়। একটি প্যালেট নাইফ ( ছুরি) বা চামচ দিয়ে এটাকে ছেঁচে ওঠাতে ( scoop it) পারেন অথবা আবার স্কুইজ করতে পারেন বা নিংড়ে নিতে পারেন যদি দরকার হয়।
৪ র্থ ধাপ
সাবধানতার সাথে স্ক্রিনটি ওঠান ও নিজের হাতের কাছে প্রশংসা করুন। এই প্রিন্ট কিছুটা ফ্লাডেড প্রকৃতির ( দেখুন বাম পাশে), কারণ চটের খসখসে ভাব ও ব্যবহৃত স্টেনসিলেন ঘনত্ব/ পুরুত্ব। (The deer stencil below is straight from the Stencil 101 book = SIR, THIS LINE IS NOT CLEAR TO ME), আমি এই রেডিমেড স্টেনসিলের উপরে প্রাপ্ত কার্ডবোর্ডগুলোকে পেয়েছি বেশ পুরু ও মোটা। এসিটেট ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায় ( আমার টিউটোরিয়াল অনুসারে)।
কাজ শেষ!
আপনার সাপ্লাইগুলো উষ্ণ সাবান পানিতে ধুয়ে নিন ও একটা নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন, প্রিন্টিং নষ্ট হয়ে যাবার আগেই।
৮ টি অতিরিক্ত ইমেজ দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য।
আমেরিকাতে আমার স্পেশালাইজেশন ছিল স্ক্রিন প্রিন্টিং। আমি রয়েল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পতাকা, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, লোগো ইত্যাদির ছবি বিভিন্ন জিনিসের উপর প্রিন্ট করেছি যেমন- সিরামিক, টি শার্ট, কলম ইত্যাদি।