মানুষের জন্য প্রয়োজনীয় প্রায় সবগুলো পুষ্টিগুণই পাটশাকে বিদ্যমান থাকে। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ন উপকারিতা হলো এতে রয়েছে উচ্চ এন্টি-অক্সিডেন্ট প্রোপার্টি যা ভিটামিন-ই এর প্রাথমিক ধাপ। এই এন্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিকেলস এর সাথে যুক্ত হয় যা বাত, হাইপারটেনশন, হার্ট এবং কিডনীর বিভিন্ন অসুখ দূর করতে সাহায্য করে।
অসংখ্য উপকারিতার মধ্যে স্যাল্যূটে বিদ্যমানঃ
· ভিটামিন এ, যা শরীরের কোষগুলোকে পুনঃনির্মান করে এবং চোখের দৃষ্টি বৃদ্ধি করে।
· ভিটামিন সি অথবা এসকরবিক এসিড, যা সার্কুলেশন বৃদ্ধি করে এবং ছানি ঝুঁকি কমাতে সাহায্য করে এবং চোখের অন্যান্য সমস্যা দূর করে।
· ভিটামিন ই, যা বয়সের সাথে সকল ধরনের ব্যথা এবং জ্বালা-যন্ত্রণা হ্রাস করে, বন্ধাত্ব্য দূর করে এবং শক্তি বৃদ্ধি করে।
· উচ্চ মাত্রায় ক্যালসিয়াম, যা শক্ত দাঁত এবং হাড় গঠনে গুরুত্বপূর্ন অবদান রাখে। নিয়মিত পাট শাক খাওয়া ব্লাড প্রেসার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রন করতে সাহায্য করে, এবং অ্যাজমা, ক্যান্সার, ডায়েবেটিকস এবং হার্টের অসুখের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুষ্ক পাটের পাতা চায়ের সাথে ব্যবহারের মাধ্যমে মাথা ব্যথা,আমাশয়, পেট ব্যথা এবং আলসার থেকে রক্ষা পাওয়া যায়।
এখন কোম্পানী এবং ওয়েবসাইটের জন্য নাম নির্বাচন করার পর তুমি বাজারজাতকরণ শুরু করতে পারো। তুমি নিজেই তোমার প্রোডাকশন শুরু করতে পারো অথবা তুমি প্রোডাকশনের অংশটুকু সাব কন্ট্রাকে করাতে পারো এবং তুমি শুধুমাত্র মার্কেটিং করতে পারো। তুমি মার্কেটিং এবং সেলস করবে কিন্তু তোমাকে অবশ্যই গ্লোবালি মার্কেটিং করতে হবে। পৃথিবীতে অনেক বড় বড় কোম্পানী আছে যারা পাটজাত পণ্য ক্রয় করতে চায় কিন্তু আমরা আগ্রহী নই কারণ আমরা আমাদের নিজস্ব গ্রুপ অব মাল্টি ন্যাশনাল কোম্পানী নিয়ে ব্যস্ত। উপরোক্ত বিষয়টি পোস্ট করার অর্থ হলো তোমাদের সাথে বাজারজাতকরণ কিভাবে করতে হয় তা শেয়ার করা।
উপরোক্ত আর্টিকেলটি মার্কেটিং এর একটি সংক্ষিপ্ত ভার্সন এবং এর সাথে অনেক অনেক বিষয় জড়িত। ভবিষ্যতে আমরা আলোচনা করবো, কিভাবে কাস্টমাইজিং করে প্রিন্টিং ইঙ্কস, ফটোগ্রাফি, ইমেজ ম্যানিপুলেশন ইত্যাদি লোকালি এবং গ্লোবালি বাজারজাত করা যায়। এবং আমরা আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং পাশ্ববর্তী দেশসমূহে আমাদের ৩০ বছরের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দিতে পারি কিভাবে সর্বোচ্চ ৮০% ব্যবসা সৃষ্টি করা যায়।