বর্তমানে ডিজিটাল এবং হাই স্পীড ইন্টারনেটের এই যুগে এক দেশ থেকে অন্য দেশে কিভাবে একটি ম্যাগাজিন কাভার পেজ তৈরী করা হয়, তা নিম্নে পর্যায়ক্রমে তুলে ধরা হলো।

১) সাধারনত একটি ফ্যাশান অথবা প্রোডাক্ট ম্যাগাজিনের কাভার পেইজে এক বা একাধিক নামিদামী মাপের মডেলকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্রান্ডিং করা হয়ে থাকে। এছাড়া কোম্পানী/ব্রান্ডিংয়ের নাম, ম্যাগাজিনের নাম এবং নতুন নতুন প্রোডাক্টের কিছু নমুনা ও ত্বথ্য কাভার পেইজে প্রাধান্য পায়। যাতে যে কেউ একটি ম্যাগাজিন হাতে নিয়েই এর প্রতি সহজেই আকৃষ্ট হয়ে ভিতরের পেইজের বিস্তারিত জানার জন্য উৎসাহ পায়।

২) এই ম্যাগাজিন কাভারে মডেল অথবা প্রোডাক্ট ব্যবহার করার জন্য পূর্ব থেকেই হাই রেজুলেশন ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ইনডোর বা আউটডোরে শ্যুট করা হয়ে থাকে। যাহা খুব সহজেই একদেশ থেকে অন্য দেশে হাই স্পীড ইন্টারনেট ব্যবহার করে FTP অথবা এই জাতীয় সার্ভারের মাধ্যমে খুব সহজে পাঠানো হয়।

৩) এই সমস্ত ইমেজ সমূহকে বাংলাদেশ থেকে একই ভাবে হাই স্পীড ইন্টারনেট এর মাধ্যমে ডাউনলোড করে, কাষ্টমার সার্পোট থেকে প্রোডাকশন বিভাগে ইনষ্ট্রাকশন সহ পাঠানো হয়।

৪) যেহেতু, এই ম্যাগাজিন কাভারে নামীদামী সব ব্রান্ডের প্রোডাক্ট বা মডেল ব্যবহার করা হয়ে থাকে, তাই কোয়ালিটি বা প্রিন্টিংয়ের মান ঠিক রাখার জন্য কাষ্টমাররা সরাসরি ক্যামেরার Raw ফরমেট অথবা TIFF কিংবা PSD ফাইল পাঠিয়ে থাকেন। যাতে অরজিনাল ইমেজের Color Tone, Image Resolution, Size ইত্যাদি ঠিক থাকে।

৫) একজন ডিজিটাল আর্টিষ্ট অথবা গ্রাফিক্স ডিজাইনার প্রথমে কাষ্টমারের ইনষ্ট্রাকশনকে ফলো করে, বর্তমানের লেটেষ্ট গ্রাফিক্স সফটওয্যার যেমন- Adobe Photoshop, InDesign, Adobe Illustrator ইত্যাদি ব্যবহার করে একটি ম্যাগাজিন কাভার তৈরী করে থাকে।

৬) কাজের প্রসেস সমূহঃ-

ক) প্রথমে একজন গ্রাফিক্স ডিজাইনারকে একটি ম্যাগাজির কাভার ডিজাইন শুরু করার আগে ফটোসপে Canvas Size, Resolution, Color Mode সেট করে নিতে হবে।

খ) যদি এই ম্যাগাজিন কাভারটি অফসেট প্রিন্টিং মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হয়, সেক্ষেত্রে ফটোসপ CMYK কালার মুডে সেট করতে হবে। যেহেতু, অফসেট প্রিন্টিং মেশিনে Cyan, Magenta, Yellow, Black ইঙ্ক ব্যবহার করে প্রিন্টিং করা হয়।

গ) যদি ম্যাগাজিন কাভারটি সরাসরি ডিজিটালি যেমন- ডিজিটাল মিডিয়া, সোশাল মিডিয়া, ই-কর্মাস সাইট, ওয়েভ সাইট ইত্যাদিতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ফটোসপ RGB কালার মুডে সেট করতে হবে। যেহেতু ডিজিটাল স্ক্রিন Red Green এবং Blue কালারের সমন্বয়ে দেখানো হয়, তাই সঠিক কালার পাওয়ার জন্য ফটোসপ Color Mode একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ঘ) ফটোসপে Color Mode ছাড়াও ইমেজ কালার প্রোফাইল আরোও একটি গুরুত্বপূর্ণূ বিষয়। অর্থাৎ ইমেজের অরজিনাল Color Strength, Vibrance, Brightness, Contrast ইত্যাদি ধরে রাখার জন্য ইমেজের অরজিনাল কালার প্রোফাইল অনুযায়ী ফটোসপ কালার প্রোফাইল সেট করতে হবে। যেমনঃ Adobe RGB (1998), sRGB IEC 61966-2.1, US Wed Coated (SWOP) v2 ইত্যাদি কিছু বহুল ব্যবহৃত কালার প্রোফাইল।

ঙ) সঠিকভাবে ক্যানভাস সাইজ, কালার মুড, কালার প্রোফাইল, রেজ্যুলেশন, নির্ধারনের পরে একজন গ্রাফিক ডিজাইনার কাজ শুরু করে।

চ) যেহেতু কাষ্টমার সরাসরি ক্যামেরার Raw ফাইল পাঠিয়ে থাকে, তাই প্রোডাক্ট বা মডেল ইমেজের ব্যাকগ্রাউন্ড Remove করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে প্রোডাক্ট বা মডেল ইমেজের Edge এর উপর ভিত্তি করে ফটোসপ Pen Tool, Background Eraser Tool, Refine Musk ইত্যাদি সঠিক ভাবে ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড Remove করা হয়ে থাকে।

ছ) ম্যাগাজিন কাভারে ব্যবহৃত প্রোডাক্ট অথবা মডেলের Glamour বৃদ্ধিসহ Color Correction, Gray Balance, White Balance, Exposure Correction, Dust & Scratch Remove, Pimples, Acne, Blemishes, ইত্যাদি এডজাস্টমেন্ট বা Remove করা হয়ে থাকে। এছাড়া মডেল ইমেজ এর ক্ষেত্রে মডেলের Glamour বৃদ্ধি করার জন্য Glamour Retouching ও Digital Makeup করা হয়। আর সম্পূর্ণ এই প্রক্রিয়াগুলো ফটোসপের মাধ্যমে করা হয়ে থাকে।

জ) সাধারনত ম্যাগাজিন কাভার ডিজাইনের ক্ষেত্রে দুই ধরনের ইমেজ ব্যবহার করা হয়। ১) রাষ্টার ইমেজ ২) ভেক্টর ইমেজ। সকল ধরনের প্রোডাক্ট বা মডেল ইমেজ মূলত রাষ্টার ইমেজ। এবং সব ধরনের টেক্সট বা Artwork যেমন- ম্যাগাজিনের নাম, প্রোডাক্টের বিভিন্ন নাম বা Information ইত্যাদি ভেক্টর ইমেজ হিসাবে ব্যবহার করা হয়। তাই রাষ্টার এবং ভেক্টর ইমেজ ব্যবহার করার জন্য একই সাথে দুটি সফটওয়্যার একযোগে ব্যবহার করে ইমেজ লিংক্ এর মাধ্যমে রাষ্টার ও ভেক্টর ইমেজকে একত্রে সমন্বয় ঘটানো হয়। সেক্ষেত্রে ফটোসপ ছাড়া In Design অথবা Illustrator ব্যবহৃত হয়ে থাকে। এই প্রযুক্তি ব্যবহার করে কাজ করলে, কাজের মান এবং কোয়ালিটি অনেকাংশে বৃদ্ধি করা যায়।

ঝ) এ পর্যায়ে ম্যাগাজিন কাভারে প্রয়োজনীয় তথ্যাদি ব্যবহার করার জন্য কাষ্টমারের পাঠানো সকল গাইড লাইন ও ইমেজ ব্যবহার করে একজন ডিজিটাল আর্টিষ্ট অথবা গ্রাফিক্স ডিজাইনার তার নিজস্ব Idea/Concept ও ডিজাইন এবং কোম্পানীর Experience ব্যবহার করে একটি পুর্ণাঙ্গ ম্যাগাজিন কাভার ডিজাইন করে থাকে। যাহা পরবর্তীতে হাই স্পীড ইন্টারনেট ব্যবহার করে কাষ্টমারকে পাঠানো হয়।

2018-06-06T22:29:27+06:00