ভালো কোম্পানীর নমুনা/উদাহরণ কি?
সবচেয়ে বেশি ব্যবসা করছে যে কোম্পানী?
সবচেয়ে বেশি লাভ করছে যে কোম্পানী?
আমাদের মতে উপরোক্ত দুটো’র কোনটিই নয়। তাহলে ভাল কোম্পানী কোনটি?
একটা কোম্পানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং সম্পদ হলো তার কর্মচারীগন। আমি এই কথাটি আমার কোম্পানীর প্রত্যেকটি সাধারণ মিটিং-এ সবসময় বলে থাকি। আমি এটাও বলি যে, কোম্পানীর কর্মচারীরা কোম্পানীর মালিক, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরদের থেকেও গুরুত্বপূর্ণ। কর্মচারীদের ঠিকমতো দেখাশোনা করলে কোম্পানীকেই দেখাশোনা করা হয়। একটা ভালো কোম্পানীকে তার কর্মচারী নিয়োগ দেওয়ার সময় অবশ্যই সঠিক বেতন দিয়ে নিয়োগ দিতে হবে। বেতন বৃদ্ধির সময় পারফরমেন্সের উপর ভিত্তি করে অত্যন্ত যৌক্তিকভাবে এবং নিরপেক্ষতারসহিত বেতন বৃদ্ধি করতে হবে। শুধু তাই নয় কর্মচারীর আপন কেউ যেমন বাবা-মা, স্বামী-স্ত্রী এমন কেউ যদি বড় ধরনের অসুস্থ হয়, তাহলে কর্মচারীদের পাশে দাড়ানোসহ আর্থিকভাবে সাহায্য করতে হবে, যা আমরা সবসময় করে আসছি। কারণ, আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব।
কোম্পানীর ক্ষেত্রে সব চাইতে গুরুত্বপূর্ণ হলো কাস্টমার। কারণ বেতন, ভাড়া, সব খরচ কাস্টমারদের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। আর কাস্টমারদের পরই হলো কর্মচারীদের অগ্রাধিকার এবং তারপর হলো মালিক পক্ষ। কর্মচারীদের সংঙ্গে উচ্চস্বরে কিংবা ধমক দিয়ে কথা বলা যাবে না এবং কোনো প্রকার বকা-বকি করা যাবে না। কর্মচারীদের সংঙ্গে প্রফেশনালি কাজ করতে হবে।
কয়েকটি নমুনা দেওয়া হলো, এটি হচ্ছে ভাল কোম্পানীর নমুনা।
আমরা ০৩টি ফর্মুলা ব্যাবহার করতে পারি ( we have many formulas), যেই ফর্মুলা ইমেজ ম্যানেপুলেশন, ইঙ্ক এবং প্রিন্টিং ব্যবসাতে প্রয়োগ করতে পারি।
১। সময় মতো কাজ ডেলিভারী দেওয়া
২। কাষ্টমারের চাহিদা মত অনুরূপ কোয়ালিটি দেওয়া অথবা এর চেয়ে ভাল।
৩। আরো ভাল কাষ্টমার সার্ভিস দেওয়া।
ওয়াটার বেইজড এবং সলভেন্ট বেইজড ইঙ্ক।
ওয়াটার বেইজড এর জন্য ২৫% মূল উপাদানের সহিত ৭৫% পানি মিশ্রনের মাধ্যমে তুমি ১০০% ওয়াটার বেইজড ইঙ্ক তৈরী করতে পারো।
সলভেন্ট বেইজড এর জন্য যেখানে তুমি ৫০% মূল উপাদানের সাথে ৫০% পানির মিশ্রন ঘটিয়ে ১০০% সলভেন্ট বেইজড ইঙ্ক তৈরী করতে পারো।
বিক্রয় ও মার্কেটিং-
যে কোন পণ্য বাজারজাত করণের পূর্বে তোমাকে বাজার বিশ্লেষন করতে হবে এবং সফল ভাবে বাজার বিশ্লেষন করার পর দ্রুত সময়ের মধ্যে পন্য বিক্রয় করতে হবে ও একই সাথে অনেক কাষ্টমার তৈরী করতে হবে, যাতে কোম্পানীর একটা ভাল লভাংশ থাকে।
যেখান থেকে অনেক টাকা আয় করা যায়।
১। ইমেজ ম্যানুপিউলেশন বিজনেস।
২। ইঙ্ক ম্যানুফ্যাকচারিং বিজনেস।
৩। প্রিন্টিং বিজনেস
প্রথমে প্রিন্টিং, ইঙ্ক ম্যানুফ্যাকচারিক ২য় এবং ইমেজ ম্যানুপিউলেশন ৩য়।
মার্কেটিং এর ভবিষ্যত কি?
বাংলাদেশ প্রচন্ড ভাবে মার্কেটিং এ পিছিয়ে আছে, কাজেই মার্কেটিং এর মাধ্যমে আমাদের ব্যবসা প্রচারের অনেক সুযোগ অপেক্ষা করছে।