ছবিতে ইংক ডিস্পেন্সিং সিস্টেম দেখা যাচ্ছে। আমরা এটার এক্সক্লুসিভ এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর ( বাংলাদেশ সহ)। কোম্পানি ইতালি থেকে। যাদের সঙ্গে প্রায় ১৯ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমরা মিডল ইস্ট এবং পার্শ্ববর্তী দেশগুলোতে সবচেয়ে বেশী ইংক ডিস্পেন্সিং সিস্টেম ইন্সটল করেছি। আমরা এর পাশাপাশি এক্সেস প্রিন্টিং সলিউশন থেকে কন্সান্ট্রেটও সাপ্লাই দিয়ে থাকি ।

ইংক ডিস্পেন্সিং সিস্টেম এটার সুবিধা কী?

মাত্র ১৩-১৫ টা কন্সান্ট্রেট ইন্সটল করে হাজার হাজার রকমের কালি তৈরি করা যায় মাত্র ৫ কেজি থেকে যত টন প্রয়োজন। আমরা ফর্মুলা দিয়ে প্রোগ্রাম করে দিই পেপসি ব্লু, কোকাকোলা রেড, লিপটন ইয়েলো ইত্যাদির । শুধুমাত্র বাটন পুশ করেই কালি প্রস্তুত করে ফেলা যায় অল্প সময়ের মধ্যেই। সবকিছু ডিজিটালি হচ্ছে যার ফলে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ম্যান্টেইন করা সম্ভব কিন্তু ম্যানুয়ালি করলে ভ্যারিয়েশন হয়। আমরা বড় বড় প্রিন্টিং কোম্পানিতে ইন্সটল করি এই ইংক ডিস্পেন্সিং সিস্টেম, এক্সেস প্রিন্টিং সলিউশনস কন্সান্ট্রেটও সাপ্লাই দেয়।

বাংলাদেশে শুধু এই একটা নিয়ে গেলে এবং এক্সেস প্রিন্টিং সলিউশন্স আরব আমিরাত থেকে কন্সান্ট্রেট সাপ্লাই দিলে হাজার হাজার ধরণের কালি প্রডিউস করা সম্ভব যেটার মান ম্যানুয়ালির চেয়েও ভাল এবং এক্যুরেট। সেইসাথে কাস্টোমাইজ কালার অর্থাৎ কোকাকোলা রেড, লিপটন ইয়েলো ইত্যাদির সুবিধা তো থাকছেই ফর্মুলা দিয়ে প্রোগ্রাম করা অনেক কোম্পানির কালি।

কালি যতটুক দরকার ততটুকু তৈরি করা যাবে। কালি ফ্রেশ তৈরি করা হয়। খুব কম কোয়ান্টিটি থেকে একদম হাই ভলিউম তৈরি করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো মাত্র ১৩-১৫ টা কন্সান্ট্রেট দিয়ে হাজার হাজার ধরণের কালি তৈরি করা যাবে। ছবিতে দেখা যাচ্ছে শুধু আমাদের ইংক ডিস্পেন্সিং সিস্টেম না এক্সেস প্রিন্টিং সলিউশনস কন্সান্ট্রেটও সাপ্লাই দেয়। বিভিন্ন কন্সান্ট্রেট এবং এক্সেস প্রিন্টিং সলিউশনস এর লোগো।

2018-06-14T00:32:07+06:00